প্রতিদিনের ডেক্স:মহানবী হজরত মুহাম্মদ (সা.),হজরত আলী (রা,) ও বেহেস্থ নিয়ে নিজের ফেসবুকে অশ্লীল স্ট্যাটাস দিয়ে ধর্মীয় অনুবূতিতে আঘাত করায় পাবনার চাটমোহরে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বৃহসপতিবার (১০ অক্টোবর) সকালে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে আতিকুর রহমান সাগর (৩০)। অভিযোগে জানা গেছে,আতিকুর রহমান সাগর একজন উচ্চ শিক্ষিত যুবক।
আতিকুর রহমান সাগর তার নিজস্ব ফেসবুক আইডিতে দু’দিন আগে মহান আল্লাহতায়ালা,মহানবী হজরত মুহাম্মদ (সা.),হজরত আলী (রা.) ও বেহেস্থ নিয়ে অশ্লীল মন্তব্য লিখে স্ট্যাটাস দেয়। বিষয়টি অনেকেরই নজরে আসে। এরপর বৃহস্পতিবার ঐএলাকার যুব সম্প্রদায়সহ তৌহিদী জনতা থানায় গিয়ে অভিযোগ দেন।
আতিকুর রহমান সাগরের শাস্তির দাবিতে দুপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ত্যেহিদী জনতা। মিছিল শেষে স্থানীয় স্টার মোড়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে শুক্রবার (১১ অক্টোবর) বাদ জুম’আ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার কর্মসূচি ঘোষনা করা হয়েছে।
চাটমোহর থানার অফিসার ইনচার্জ মোঃ মঞ্জুরুল আলম জানান,আমরা বিষয়টি জানার পরপরই আতিকুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছি। ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়ে ফেসবুকে অশ্লীল স্ট্যাটাস দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।