ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের গণ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গুড়া থানা শাখার আয়োজনে পৌর সদরের ভাঙ্গুড়া বাজারের খাদ্য গুদমের সামনে এই গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহা: রেজাউল করীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ‘মুক্তির মূল মন্ত্র, ইসলামী শাসনতন্ত্র ‘এই নীতির বাস্তবায়নে ছাত্র-জনতার গণ-বিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার দাবিসহ চার দফা দাবি বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহা: রেজাউল করীম জোর দাবী জানান । ‘ দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা। সংখানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন। ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠারও জোর দাবিও করেন।’ তিনি আর বলেন, ‘৫৩ বছরে আমরা কি পেয়েছি ? পেয়েছি, শুধু খুন আর গুম ছাড়া আমরা কিছুই পাইি নি। যারই যখন ক্ষমতায় এসেছে তারই নিজেদের স্বার্থ সিদ্ধির কাজ করেছেন আর সাধারণ মানুষের শান্তি কেড়ে নিয়েছে আর বেগম কৃষক শ্রমিকের অর্থ পাচার করে বেগম পাায় গাড়ি বাড়ি করেছে। তাই ইসলামই একমাত্র শান্তির স্থান। ইসলাম সকল ধর্মের মানুষদের নিরাপত্তা দিয়েছে। ৫ আগস্টের পর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা সারা দেশে সংখ্যা লঘূদের নিরাপত্তা দিয়েছে ।’ তাই তিনি সকলকে ইসলামের ছায়া তলে আসার আহব্বান জানান।
অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভাঙ্গুড়া থানা শাখার হাফিজ মাওলানা আব্দুল হাই জামিরী সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ পাবনা পশ্চিম, সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাটমোহর শাখার সভাপতি মাওলানা মুফতি মাওঃ আবু তোহা,ফরিদপুর উপজেলা শাখার হাফেজ মাওলানা আব্দুল আলিম, ভাঙ্গুড়া উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ হক্কানী জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ তার সভাপতি আনাস উল্লাহ আল আমিন, গণধিকার পরিষদের ভাঙ্গুড়া শাখার আহবায়ক জাহিদুর রহমান দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন ওলামা মাশায়েখ জাইমা পরিষদ পাবনার সভাপতি মুফতি জাকারিয়া জুলফিকার জামি, ইসলামী যুব আন্দোলনের মাওলানা আনোয়ার হোসেনসহ ভাঙ্গুড়া উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি সম্পাদকসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন। একই দিন রাতে সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক ইসলামী জালসায় মূফতি সৈয়দ মুহা: রেজাউল করীম প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন।