পাবনা জেলাধীন ভাঙ্গুড়া উপজেলা তারেক জিয়ার প্রজন্ম দলের নতুন কমিটি গঠন করা হয়েছে। আহ্বায়ক, মোঃ আশরাফুল ইসলাম , যুগ্ম আহ্বায়ক এবং নিরব হোসেন , সদস্য সচিব মোঃ হাসান আলী,১৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
বক্তারা এ সময় বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিবাদী আওয়ামীলীগের শাসনকালে আমাদের বহু নেতাকর্মী জেল, জুলুম, অত্যাচার নিপীড়নের স্বীকার হয়েছে। দেশের ভোটাধিকার ও গনতন্ত্রের জন্য দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে লালন করে ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার লক্ষে সকল তরুণদের ঐক্যবদ্ধ করে রাখতে ‘জাতীয়তাবাদী তারেক জিয়ার প্রজন্ম দলের’ বিকল্প নেই।
পরেব নবগঠিত ভাঙ্গুড়া উপজেলা কমিটির সকল নেতৃবৃন্দ আনন্দ মিছিল করেন এবং পাবনা জেলা তারেক জিয়ার প্রজন্ম দলের আহ্বায়ক মোঃ বাসেত খান ও সদস্য সচিব মোঃ আল আমিন হোসেন কে শুভেচ্ছা জানান।