• December 23, 2024, 5:30 pm

ভাঙ্গুড়ায় রাতে জেলেদের ভাওরে আগুনের ঘটনায় আটক হয়েছেন ইউপি সদস্যসহ তিনজন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ 17 Time View
Update : শনিবার, ডিসেম্বর ১৪, ২০২৪
ভাঙ্গুড়ায় রাতে জেলেদের ভাওরে আগুনের ঘটনায় আটক হয়েছেন ইউপি সদস্যসহ তিনজন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় গভীর রাতে ঘুমন্ত জেলেদের ভাওর পোড়ানোর মামলায় ইউপি সদস্য শেফালী খাতুনসহ তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত অপর দুজন ইজাহার নামীয় অসামী হলেন, ওই ইউপি সদস্যার ছেলে জাহাঙ্গীর ও অপরজন আলেয়া খাতুন। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদেরকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

জানা গেছে, উপজেলার দিলপাশা ইউনিয়নের দিলপাশার গ্রামের কৈরগাছা নামক স্থানে একটি জলকর নিয়ে হিন্দু সম্প্রদায়ের জেলেদের সাথে স্থানীয় বাসিন্দা ইউপি সদস্য ও দিলপাশার ইউনিয়নের মহিলা বিষয়ক সম্পাদিকা শেফালী খাতুন ও তার সমর্থকদের বিরোধ চলছিল। এর পরিপ্রেক্ষিতে গত কয়েকদিন আগে দিলপাশার ইউনিয়ন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শেফালী খাতুন জেলেদের দেখে নেওয়ার হুমকি দেন। এরপর মঙ্গলবার দিবাগত গভীর রাতের কোন এক সময় জলাশয় পাহারা দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা জেলেদের ভাওরে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ওই ভাওরে দুই জেলে অবস্থান করছিলেন। আগুনের বিষয়টি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে প্রাণে বাঁচলেও এ সময় তাদের শীতের কাপড়-চোপড় ও কিছু জাল পুড়ে ছাই হয়ে যায়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে ভাঙ্গুড়া থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টিও আমলে নিয়ে ভাঙ্গুড়া থানা পুলিশ অধিকতর তদন্ত করে মামলার রুজু করেন। এরপর গত বৃহস্পতিবার এ মামলা ইজহার নামীয় শেফালী খাতুন, ও ছেলে জাহাঙ্গীর আলম এবং আলেয়া খাতুনকে আটক করে জেল হাজতে প্রেরণ করেন।

ঘটনার বিষয় ভাঙ্গুড়া থানা ওসি মোঃ শফিকুল ইসলাম জানান, জেলেদের ভাওরে আগুন দেওয়ার মামলায় দিলপাশার ইউপি সদস্য শেফালী খাতুনসহ তিনজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com