• December 24, 2024, 7:37 am
শিরোনাম

পাবনায় নবনিযুক্ত অধ্যক্ষ আর্থিক সহযোগিতা দিলেন শহীদ পরিবারকে

প্রতিদিনের ডেক্স 61 Time View
Update : বৃহস্পতিবার, অক্টোবর ১০, ২০২৪

প্রতিদিনের ডেক্স::জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ, কবর জিয়ারত ও আর্থিক সহায়তা করেছেন পাবনা সরকারী এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ অধ্যাপক আব্দুল আওয়াল মিয়া  । একই সাথে আহতদের পরিবারের খোঁজখবর এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এ সময় এডওয়ার্ড কলেজের সকল বিভাগের বিভাগীয় প্রধানরা সাথে ছিলেন।

বৃহস্পতিবার ১০ আক্টোবর  তিনি প্রথমে শহীদ জাহিদুল ইসলামের বাড়িতে যান, জাহিদুল ইসলামের পরিবারের সাথে কথা বলেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। জাহিদুলের পরিবারের সাথে কথা বলে পাবনা সরকারী এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ আবেগপ্রবণ হয়ে পড়েন। তার পরিবারকে শান্তনা ও সমবেদনা জানান।

যেকোনো প্রয়োজনে যোগাযোগ এবং কোনেকিছু করার বিষয়ে তাদের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন। পরে তিনি গোরস্তানে গিয়ে জাহিদুলের কবর জিয়ারত করেন। জাহিদুল পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি পাবনার ভাঁড়ারা ইউনিয়নে।

এরপরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মো. মাহাবুব হাসান নিলয় (১৩) এর বাড়িতে যান এবং তার পরিবারের সাথে কথা বলেন। তার পরিবারের প্রতি সমবেদনা ও শান্তনা প্রকাশ করেন। নিলয়ের বাড়ি পাবনার হাজির হাট বেতেপাড়া। নিলয় সিদ্দিক মেমোরিয়ালের শিক্ষার্থী ছিলেন।

এ সময় পাবনার দুইজন শহীদ জাহিদুল ইসলাম ও মাহাবুব হাসান নিলয়ের পরিবারে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল মিয়া নিজ উদ্যোগে  আর্থিক সহযোগিতা করেন ।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com