• December 23, 2024, 10:14 pm
শিরোনাম

ঈদের পূর্বেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে – শিল্প পুলিশের উপ-মহাপরিদর্শক

Reporter Name 336 Time View
Update : বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪

আলিফ আরিফা টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:

শিল্পপুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মো. আজাদ মিয়া বলেছেন, পবিত্র ঈদ-উল-ফিতরের পূর্বেই শিল্পকারখানার শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হবে। আমরা আমাদের অংশীজনদের সাথে অর্থাৎ কারখানার মালিকপক্ষ, বিজিএমইএ, বিকেএমইএসহ সংশ্লিষ্ট সকলের সাথে দফায় দফায় আলোচনা করেছি। শ্রমিকরা যাতে বেতন-ভাতা নিয়ে আনন্দের সাথে ঈদ উদযাপন করতে পারে সেই চেষ্টাই করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের টঙ্গী খাঁ-পাড়া রোডের মাসকো-পিকাসো কারখানা পরিদর্শণে এসে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
গাজীপুরে প্রায় ৩৬টি পোশাক কারখানার শ্রমিকদের বেতন পরিশোধ করা হয়নি এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা গোয়েন্দা পুলিশের মাধ্যমে তথ্য সংগ্রহ করছি। কোন কোন কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করেনি সেগুলো তালিকা করে ঈদের আগেই বেতন-ভাতা পরিশোধের জন্য নেপথ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে আমরা বেশ কয়েকটি কারখানার ম্যানেজমেন্ট ও মালিকপক্ষের সাথে বসে আলোচনা করে সমস্যার সমাধান করেছি।
এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো, সারোয়ার আলম, অতিরিক্ত পুলিশ সুপার মইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহমেদ, সহকারি পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাখাওয়াত হোসেন, শিল্প পুলিশের টঙ্গী ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ওসমান গণিসহ পুলিশের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com