চলতি মাসের শুরুর দিকে বাসায় চুরির ঘটনা ঘটেছে বলে জানান নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। গত ২ ডিসেম্বর সকালে তার বাসায় চুরি হয়। পরদিন রাজধানীর ভাটারা থানায় একটি মামলা করেন তিনি। আর এ ঘটনার ঠিক ১৩ দিনের মাথায় বাসায় ডাকাতি হয়েছে বলে জানালেন এ চিত্রনায়ক।
রোববার (১৫ ডিসেম্বর) রাত ১২টার সময় বাসায় ডাকাতি হওয়ার বিষয়টি বুঝতে পারেন ওমর সানী। তিনি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় থাকেন। স্ত্রী চিত্রনায়িকা মৌসুমী বছরখানেক ধরে মেয়ে ফাইজাকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে রয়েছেন। ছেলে ফারদীন এহসান স্বাধীন থাকেন দুবাইতে। এই সময় ধরে বাসায় একাই আছেন এ নায়ক। তবে সঙ্গে একজন সহকারী থাকেন।
ওমর সানির কথায়, ‘রাত ১২টার পর ঘরের মেইন গেট দিয়ে ঢুকে দেখি বেডরুমে ঢুকতে পারছি না। ভেতর থেকে বন্ধ। বেডরুমের চাবিটাও আবার ভেতরে ছিল। নানাভাবে চেষ্টার পর যখন ব্যর্থ হলাম, তখন বাড়ির কেয়ারটেকার ও আমার ম্যানেজারকে বিকল্প উপায়ে বেডরুমে ঢুকতে বলি।’
ওমর সানি বলেন, ‘তারা বাইরে থেকে বারান্দায় গিয়ে দেখতে পায়, সেখানকার দরজার গ্লাস ভাঙা। এরপর বেডরুমে ঢুকে দেখে ভেতর থেকে ছিটকিনি আটকানো। রুমের অবস্থা দেখে মনে হয়েছে বেশ কয়েকজন এসেছিল। ছিটকিনি খোলার পর বেডরুমে ঢুকে দেখি, অনেক প্রয়োজনীয় ডকুমেন্ট নেই। এর মধ্যে দুই কোটি টাকা প্রতারণার একটি মামলার ডকুমেন্ট, একটি আইফোন এবং আমার মেয়ের ছোটবেলার উপহারের কিছু স্বর্ণালংকার।’
নায়ক বলেন, ‘আমার ছেলে ফারদিন ব্যবসা করতে গিয়ে দুই কোটি টাকা প্রতারণার শিকার হয়েছিল। এ নিয়ে একটি মামলা চলছিল। সামনে এই মামলার রায় ঘোষণার কথা। এরমধ্যে আমার বাসা থেকে অন্যসব জিনিসের পাশাপাশি মামলার অরিজিনাল সব ডকুমেন্ট নিয়ে গেছে।’