পাবনার ভাঙ্গুড়ায় উপজেলা বিএনপির ঘোষিত স্বপন-হিরোক আহবায়ক কমিটি গঠনকে অবৈধ ও পকেট কমিটি উল্লেখ করে তা বাতিলের দাবিতে দ্বিতীয় দিনের মত ঝাড়ু বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকেল তিনটার দিকে সাবেক উপজেলা বিএনপি’র সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমানের সভাপতিত্বে ভাঙ্গুড়া পৌর সদরের শরৎ নগর বাজারের বিএনপি’র দলীয় কার্যালয়ে চত্বরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় পদ বঞ্চিত অ্যাডভোকেট মজিবর রহমানের নেতৃত্বে স্থানীয় বিএনপির ও অঙ্গ সহযোগী সংগঠনের শত শত কর্মী সমর্থক অংশ গ্রহণ করেন । প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবর রহমান, সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন রাজু,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনিসুর রহমান লিটন, পৌর বিএনপির সাবেক সভাপতি শামসুল হক, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম নূর, ভিপি ফিরোজ আহমেদ, যুবদলের যুব আহবায়ক আব্দুল আলিমসহ প্রমুখ।
এ সময় উপজেলা বিএনপি পৌর বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের একাংশের নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা সম্প্রতি ঘোষিত ভাঙ্গুড়া উপজেলা বিএনপি’র অবৈধ ও পকেট কমিটি দ্রুত বাতিল করে যোগ্য ব্যক্তিদের দ্বারা নতুন কমিটি গঠনের জন্য জেলা নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ভাঙ্গুড়া উপজেলায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার কে অবাঞ্চিত ঘোষণা করেন। তারা আরো দাবি করেন, ত্যাগী ও দুর্দিনের কান্ডারী বিএনপি নেতাকর্মীদের বাদ দিয়ে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিজস্ব পকেট কমিটি গঠন করেছেন জেলা বিএনপির সদস্য সচিব মাসুদ খন্দকার। তার এই অপকর্মের কারণে উপজেলা বিএনপির অনেক ত্যাগী নেতা বঞ্চিত হয়েছেন। অবিলম্বে ঘোষিত উপজেলা বিএনপি’র কমিটি বাতিল করে যোগ্য ব্যক্তিদের যোগ্য স্থানে নিয়ে আসার জন্য আহ্বান জানান।
এর আগে দলীয় কার্যালয়ে থেকে ঝাড়ু হাতে সমবেত একটি বিক্ষোভ র্যালি পৌর সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।