• December 24, 2024, 7:34 am
শিরোনাম

ভাঙ্গুড়ায় বিএনপি’র নবগঠিত কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল

বিশেষ প্রতিনিধি 33 Time View
Update : সোমবার, নভেম্বর ১৮, ২০২৪

বিশেষ প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় নবগঠিত উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পদবঞ্চিত উপজেলা বিএনপি’র সাবেক আহবায়ক রাজিউল হাসান বাবুর সমর্থকরা। রবিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের শরৎনগর বাজারস্থ দলীয় কার্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে নেতাকর্মীরা একটি মিছিল নিয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সাবেক সভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছাইফুল ইসলাম খান,পৌর বিএনপি নেতা আবুল কাশেম, উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি হুমায়ুন কবির ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাসির উদ্দিন।

এ সময় পৌর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলম স্বপন,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ,যুগ্ম আহবায়ক জামাল হোসেন,যুগ্ম আহবায়ক মারুফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা , নবগঠিত উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিকে অবৈধ ও পকেট কমিটি আখ্যা দিয়ে অবিলম্বে তা বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে নতুন কমিটি গঠনের আহবান জানান। অবিলম্বে তাদের এ দাবি মানা না হলে হরতালসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে সমাবেশ থেকে হুশিয়ারি দেওয়া হয়।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com