• December 24, 2024, 7:34 am
শিরোনাম

‘শিক্ষার্থীদের হাতে স্মার্ট মোবাইল ফোন মাদকের চেয়ে ভয়াবহ ‘-ভাঙ্গুড়ায় ইউএনও নাজমুন নাহার

বিশেষ প্রতিনিধিঃ 29 Time View
Update : মঙ্গলবার, নভেম্বর ১২, ২০২৪
'শিক্ষার্থীদের হাতে স্মার্ট মোবাইল ফোন মাদকের চেয়ে ভয়াবহ খারাপ '-ভাঙ্গুড়ায় ইউএনও নাজমুন নাহার
ইউএনও মোছাঃ নাজমুন নাহার

‘ শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে। শিক্ষার্থীদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে শিক্ষার্থীরা শিক্ষক, গুরুজন পিতা-মাতা বা বয়স্ক ব্যক্তিদের পরামর্শমূলক কথাগুলি মনোযোগ সহকারে শুনতে হবে এবং সেগুলো পালন করতে হবে। শুধু পড়ালেখার মধ্যে সীমাবদ্ধ থাকলেই চলবে না। নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বড় হয়ে বিশ্ব, দেশ, সমাজ গঠনে বিশেষ ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীরা বড় হয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই লক্ষ্যে শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তন আনতে হবে। আদব কায়দা নীতি নৈতিকতায় সমৃদ্ধ হতে হবে। পিতা মাতা গুরুজনদের কথা মান্য করতে হবে। এক্ষেত্রে অভিভাবকদের ভূমিকা অগ্রগণ্য। তা না হলে আপনাদের বাচ্চা অনেক বড় জায়গাতে পড়াশোনা করল, বড় শিক্ষিত হল, কিন্তু তারা বাবা মাকে সম্মান করতে শিখলো না। শিক্ষককে, পাড়া প্রতিবেশীকে, সম্মান করতে শিখলো না। ধৈর্য ধরে অন্যের কথা শোনাও এটি একটি বড় শিক্ষা এবং এটাও একটা আদব কায়দার মধ্যে পড়ে। তা যদি না করতে পারো তাহলে এই রেজাল্ট দিয়ে বা সার্টিফিকেট দিয়ে সমাজের কিংবা আমাদের দেশের কোন উন্নয়ন হবে না। আমরা এমন ছাত্র-ছাত্রী চাই যারা আমাদের দেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। এজন্য তোমাদের শুধু পড়ালেখায় ভালো হলেই চলবে না। মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ, আদব-কায়দা নীতি-নৈতিকতা, বাবা মাকে সম্মান করা, শিক্ষককে সম্মান করাসহ একে অন্যের বিপদে সাহায্য করতে পারে, সহযোগিতা করতে পারে। আমরা একটা কমপ্লিটলি মানবীয় গুণাবলী সম্পন্ন মানুষ চাই আমাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য। যারা একে অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়তে পারে। যারা এসএসসি পরীক্ষা দিবে। তাদের সামনের সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি সেকেন্ড প্রতিটি মিনিট তোমাদেরকে কাজে লাগাতে হবে। একটা মিনিটও নষ্ট করা যাবে না। শিক্ষার্থীর অভিভাবকদের অনুরোধ করবো, আপনারা আপনাদের বাচ্চাদের হাতে স্মার্ট মোবাইল ফোন তুলে দিবেন না। স্মার্ট ফোন থেকে দূরে রাখবেন। শুধু এই সময়টা না। এসএসসি পাশের পরে এইচ এস সি তে শিক্ষার্থীদের একটা নতুন যুগে পদার্পণ করবে। সে সময়ও তাদের হাতে স্মার্টফোন দিবেন না। কারণ এইচএসসির এই দুই বছরেই নির্ভর করবে একটা শিক্ষার্থীর ভবিষ্যতে তার স্বপ্ন পূরণ করতে পারবে কিনা। মোবাইল ফোন ব্যবহারে অনেক বাচ্চাকে তার ভবিষ্যতের স্বপ্নপুরুণ করতে পারেনি। শিক্ষার্থীর হাতে মোবাইল ফোন থাকা মাদকের চেয়েও ভয়াবহ খারাপ। তাই তাদেরকে স্মার্ট মোবাইল ফোন হতে দূরে রাখবেন। শিক্ষার্থীরা খবরের কাগজ পড়বে, টিভিতে খবর শুনবে। শিক্ষার্থীদের এই বয়সে স্মার্ট ফোন হাতে গেলেই ভালোর চেয়ে খারাপের দিকটাই তারা বেশি অগ্রসর হয়। সেজন্য অবশ্যই স্মার্ট ফোন থেকে এই বয়সে তাদেরকে দূরে রাখতে হবে। ‘

পাবনার ভাঙ্গুড়া উপজেলার মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের এইচএসসি নির্বাচনী পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ ২০২৪ অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাজমুন নাহার   ।

মঙ্গলবার(১২নভেম্বর) দুপুরের দিকে বিদ্যালয় এর মাঠ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত এসএসসি নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ ২০২৫ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আতিকুজ্জামান,দাতা সদস্য ডাঃ গোলাম মোস্তফা, প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মমতাজ খানম, সাবেক ভাইস চেয়ারম্যান জাফর ইকবাল হিরোক।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল হাকিম, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের আহব্বায়ক অধ্যাপক(অবঃ) মাহবুব-উল -আলম , অভিভাবকবৃন্দ, সহকারী শিক্ষকবৃন্দ, এসএসসি ২০২৫ এর শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, সহকারী প্রধান শিক্ষক আব্দুল মতিন।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com