ভাঙ্গুড়া( পাবনা) প্রতিনিধি:
পাবনার ভাঙ্গুড়ায় বড়াল নদীতে ভেসে যাওয়া কাগজের নৌকা ধরতে গিয়ে হুজাইফা (৫) নামের এক শিশু নিখোঁজ হওয়া একদিন পর লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮ টার দিকে বড়াল নদীতে কাগজের নৌকো ধরতে গিয়ে ভেসে যাওয়ার স্থান থেকে প্রায় ১০০ গজ ভাটির দিকে সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রী অনার্স কলেজের প্রধান গেট সংলগ্ন বড়াল নদীতে তার লাশ ভেসে ওঠে। পরে স্থানীয়রা নিহতের পরিবারকে খবর দিলে তারা লাশটি উদ্ধার করেন।এর আগে ০৫ ই নভেম্বর ভাঙ্গুড়া কলেজ পাড়া খেয়াঘাটে থেকে কাগজের নৌকা ধরতে গিয়ে নদীর স্রোতে পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছিলেন হুজাইফা ।
জানা যায়, গত কয়েকদিন আগে তার মায়ের সঙ্গে পৌরশহরের কলেজপাড়ার মামার বাড়ি বেড়াতে এসেছিল শিশুটি।
থানা পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরে কলেজপাড়া রুহুলের বাড়ির পাশের বড়াল নদীর পানিতে কাগজের নৌকা ভাসাচ্ছিল কয়েকজন শিশু। কিছুক্ষণ পরে নদী থেকে কাগজের নৌকা তুলতে পানিতে নামে হুজাইফা নামের ওই শিশু। এ সময় পানির স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয় সে। ঘটনার পরেই স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায়। পরে খবর পেয়ে থানা-পুলিশ,ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা প্রায় ৩ ঘন্টা উদ্ধার তৎপরতা চালায়। এরপরও নিখোঁজ শিশুটিকে উদ্ধার করতে পারেন নি।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, শিশুটিকে উদ্ধারে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি দল ও স্থানীয় লোকজন মিলে প্রায় ৭ ঘন্টা চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু ঐদিন তার কোন সন্ধান পাওয়া যায় নি। তবে ঘটনার পরদিন সকাল সাড়ে আটটার দিকে শিশুটিকে নদীতে ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়েছে।