• December 24, 2024, 6:13 pm
শিরোনাম

সাংবাদিক হতে হলে যেসকল গুন থাকা দরকার বললেন দুরান্ত টিভি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ এনামুল হক।

Reporter Name 70 Time View
Update : রবিবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৪

 

স্টাফ রিপোর্টারঃ-

সাংবাদিক হতে চান? আসেন দেখি সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন,হাজারও পেশার মধ্যে সাংবাদিকতা একটি মহৎ ও সম্মানজনক পেশা।তবে এর সঙ্গে আর অন্য দশটি পেশার পার্থক্য অনেক।একজন ভালো ও পেশাদার সাংবাদিক হওয়ার জন্য কি কি প্রয়োজন? আজকের প্রতিষ্ঠিত ও সম্মানিত সাংবাদিকদের অনেকেই বিভিন্ন বিষয়ে পড়াশুনা করে এসেছেন।ভালো সাংবাদিক হওয়ার জন্য সাংবাদিকতাই পড়তে হবে এমনটা জরুরি নয়।তবে বিষয়টি পড়া থাকলে একজনকে ভালো সাংবাদিক হতে তা অবশ্যই সাহায্য করে।সাংবাদিক হলে যেসকল গুণ থাকা দরকার- ১|সিদ্ধান্ত ২|সততা ৩|ব্যক্তিত্ব ৪|ব্যবহার ৫| সাহসিকতা ৬|বস্তুনিষ্ঠতা ৭| অধ্যবসায় ৮|নিয়মানুবর্তিতা ও যোগাযোগ ৯|দায়বদ্ধতা ১০|বিচক্ষণতা,

বর্তমানে অধিকাংশ সাংবাদিক’কে দেখা যায় জুয়ারী,মদখোর,গাঁজাখোর, নারি কেলেঙ্কারি ইত্যাদি যোগ্যতা নিয়ে গলায় সাংবাদিকদের কার্ড নিয়ে ব্যবসা করে।যা সাংবাদিকদের জন্য খুবই দুঃখজনক।আমি বাংলাদেশের সমস্ত সম্মানিত সভাপতি ও সম্পাদকদের কাছে আমার আকুল আবেদন সম্মানিত পেশাটাকে গাজাখোর মদখোরদের’কে সাংবাদিকদের কার্ড দিয়ে পেশাটাকে কলঙ্কিত করবেন না।

Share


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

পদ্ম
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com