রিপোর্টার: এনামুল হক
মহাধুমধাম ও উৎসব মুখর পরিবেশে খুলনার দাকোপেরহনিনটানার সুরেন্দ্রনাথ রায়ের প্রতিষ্ঠিত শ্রীশ্রী কালীতা ঠাকুরানী মন্দিরের প্রতিষ্ঠা ও পুজা অর্চনা দিনব্যপী প্রসাদ বিতরন ২৪ ফেব্রুয়ারী শনিবার অনুষ্ঠিত হয়। ১২৭ বছরের ঐতিহ্যবাহী কালীমন্দির প্রথম পুজার সুচনা করেন মনিমোহিনী ঐ সময় সেবাইত ছিলেন প্রয়ত সুনেন্দ্রনাথ রায়।কৈলাশগঞ্জ ইউনিয়ন এর ০৭নং ওয়ার্ডে অবস্হিত।উক্ত কালী মন্দিরটি দীর্ঘদিন যাবৎ পরিচালনা করে আসছিলেন নবাগত সভাপতি দায়িত্ব পালন করে আসছিলেন স্বগীয় সুরেন্দ্রনাথ রায়ের পরিবারের শিক্ষক মনোরন্জন রায়।