খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
ময়মনসিংহের ত্রিশালে মা-বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল একমাত্র ছেলে

অনলাইন ডেস্কঃ
ময়মনসিংহের ত্রিশালে মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে মাটিচাপা দেয়ার লোমহর্ষক ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক ছেলে মো: রিয়াদ হাসান রাজুকে (৩০) গ্রেফতার করেছে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনসুর আহম্মেদ বলেন, ‘ঘাতক রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সে পুলিশকে জানিয়েছে- কয়েক বছর আগে বিয়ে করেছে, স্ত্রী ছাড়াও তার একটি কন্যাসন্তান রয়েছে। সে একটি কোম্পানিতে চাকরি করতো। এখন সে বেকার। কিছুদিন ধরে ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিল। কিন্তু বাবা-মা টাকা দিতে রাজি না হওয়ায় রাগে-ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে রাজু।’
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। তবে, স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতির একমাত্র ছেলে ঘাতক রাজু অনলাইন জুয়ায় আসক্ত।