প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ৫, ২০২৫, ৭:৩৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৯, ২০২৫, ৭:১৫ পি.এম
ময়মনসিংহের ত্রিশালে মা-বাবাকে হত্যা করে ঘরে পুঁতে রাখল একমাত্র ছেলে

অনলাইন ডেস্কঃ
ময়মনসিংহের ত্রিশালে মা-বাবাকে হত্যা করে ঘরের মেঝেতে মাটিচাপা দেয়ার লোমহর্ষক ঘটনা ঘটেছে। পুলিশ ঘাতক ছেলে মো: রিয়াদ হাসান রাজুকে (৩০) গ্রেফতার করেছে।
উপজেলার বৈলর ইউনিয়নের বাশকুড়ি কারবালা স্কুল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মোহাম্মদ আলী (৭০) ও তার স্ত্রী রানোয়ারা বেগম (৬০)।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো: আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, গতকাল বুধবার দুপুরে মা রানোয়ারা বেগমকে গলাটিপে হত্যার পর লাশ ঘরে লুকিয়ে রাখে ছেলে রাজু। সন্ধ্যায় বাবা মোহাম্মদ আলী বাড়ির বাইরে থেকে ঘরে এলে তাকেও কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে ছেলে। এরপর ঘরের মেঝেতে মাটি খুঁড়ে বাবা ও মায়ের লাশ পুঁতে রাখে। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে বোনদের খবর দেয় এই বলে যে, ‘বাবা-মাকে খোঁজে পাওয়া যাচ্ছে না’। খবর পেয়ে বোন জরিনা খাতুন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি এসে ভাই রাজুর আচরণ দেখে সন্দেহ হয়। এক পর্যায়ে ঘরের মেঝে মাটি খোঁড়া এবং রক্তের দাগ দেখে বোন জরিনা বিষয়টি প্রতিবেশীদের জানান। প্রতিবেশীরা এসে রাজুকে আটক করে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের লাশ উদ্ধার এবং ঘাতক ছেলেকে গ্রেফতার করে।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনসুর আহম্মেদ বলেন, ‘ঘাতক রাজু প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সে পুলিশকে জানিয়েছে- কয়েক বছর আগে বিয়ে করেছে, স্ত্রী ছাড়াও তার একটি কন্যাসন্তান রয়েছে। সে একটি কোম্পানিতে চাকরি করতো। এখন সে বেকার। কিছুদিন ধরে ব্যবসার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাইছিল। কিন্তু বাবা-মা টাকা দিতে রাজি না হওয়ায় রাগে-ক্ষোভে এ ঘটনা ঘটিয়েছে রাজু।’
লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওসি। তবে, স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দম্পতির একমাত্র ছেলে ঘাতক রাজু অনলাইন জুয়ায় আসক্ত।
প্রকাশক ও সম্পাদকঃ মোঃ বদরুল আলম -০১৭১২৯৫৭০৬৬,
নির্বাহী সম্পাদকঃ সফিক ইসলাম,-০১৭১৬৪৯২৪১৫,
বার্তা সম্পাদকঃ আব্দুর রহিম-০১৭১৫৮৪৪১৬২
Copyright © 2024 Protidinerjonopod