Tag query for: “রোটারি ক্লাব অব গ্রেটার সিডনি’র উদ্যোগে ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন”
রোটারি ক্লাব অব গ্রেটার সিডনি’র উদ্যোগে ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন
বিশেষ প্রতিনিধিঃরোটারী ক্লাব অব এভার গ্রীণ পাবনার আয়োজনে ও রোটারী ক্লাব অব গ্রেটার সিডনি’র উদ্যোগে এবং ২৯ নভেম্বর হতে ১ ডিসেম্বর ২০২৪ ইং পর্যন্ত পাবনার এসোর্ট স্পেশালইজড হসপিটালে তিনদিন ব্যাপী সম্পূর্ণ ফ্রি অপারেশন ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
২৫ জন জন্মগত ঠোঁট কাটা, তালুকাটা, যে কোনো পোড়া দাগ, মুখের বড় ক্ষত দাগ প্লাস্টিক সার্জারীর মাধ্যমে অপরেশন করা হবে। (শুক্রবার) সকাল ১১ টায় রোটারী ক্লাব অব এভার গ্রীণের চেয়ারম্যান রোটারীয়ান মো জালাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রোটারীয়ান রফিকুল ইসলামের সঞ্চালনায় ক্লাবের নিজস্ব ভেন্যুতে আনুষ্ঠানিকভাবে ক্যাম্প উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করেন, দেশের প্রখ্যাত ডা: মো ওমর আলী।...