Tag query for: “ভাঙ্গুড়ায় বাউত উৎসবের নামে মালিকানা পুকুরের পাঁচ লাখ টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ”
ভাঙ্গুড়ায় বাউত উৎসবের নামে মালিকানা পুকুরের পাঁচ লাখ টাকার মাছ ধরে নেওয়ার অভিযোগ
বিশেষ প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়ায় বাউত উৎসবের নামের সাড়ে প্রায় তিন একর পুকুরের মাছ শিকার করে নিয়ে গেলেন এমন অভিযোগ উঠেছে মৎস শিকারীদের বিরুদ্ধে। মঙ্গলবার(৫ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার পৌর সদরের সরদারপাড়া গ্রামের সরকার পাড়া মৎস সমবায় সমিতির নামে চাষ করা একটি পুকুরে এ ঘটে। এতে মৎস শিকারীরা প্রায় পাঁচ লাক্ষাধিক টাকার মাছ শিকার করে নিয়ে গেছে এমন দাবী করেছেন সংশ্লিষ্ট মৎস সমবায় সমিতির সদস্যরা। পুকুর পাড়ের বাসিন্দা ও মৎস সমবায় সমিতির লোকজন টের পেয়ে মালিকানাধিন চাষ করা পুকুরে মাছ না ধরতে প্রধমে অনুরোধ করলেও উৎসুক জনতা তা গ্রাহ্য করেন নি। পরে সমিতির সদস্য ও পুকুর পাড়ের বাসিন্দা ঐক্যবদ্ধ হয়ে...