Tag query for: “ভাঙ্গুড়ায় দুস্থঃদের চাউল আত্মসাত।কৃষকদল নেতা বহিষ্কার”
ভাঙ্গুড়ায় দুস্থঃদের চাউল আত্মসাত।কৃষকদল নেতা বহিষ্কার
টাইমস ডেক্স: পাবনার ভাঙ্গুড়ায় অষ্টমনিষা ইউনিয়ন কৃষকদল নেতা সেলিম রেজার দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে জড়িত থাকার স্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী কৃষকদল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে জাতীয়তাবাদী কৃষকদল উপজেলা শাখার সভাপতি আখিরুজ্জামান মাসুম ও সাধারণ সম্পাদক আব্দুল মালেক স্বাক্ষরিত একপ্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে অষ্টমনিষা ইউনিয়ন শাখার কৃষকদলের আহ্বায়ক সেলিম রেজা পার্শ্ববর্তী চাটমোহর উপজেলায় সরকারি ৩০ বস্তা চাউলসহ আটক হলে তিনি চাউল রেখে পালিয়ে যান । বিষয়টি সামাজিক যোগাযেগ মাধ্যমে ভাইরাল হলে যাচাই অন্তে সেখানে অষ্টমনিষার ইউনিয়ন শাখার কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজার সংশ্লিষ্টতা পাওয়া যায়।
জানা গেছে, সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির...