Tag query for: “পেঁয়াজসহ সব্জিতে ব্যাপক লোকসানে প্রান্তিক চাষী ।কৃষি অর্থনীতিতে স্থবিরতা”
পেঁয়াজসহ সব্জিতে ব্যাপক লোকসানে প্রান্তিক চাষী ।কৃষি অর্থনীতিতে স্থবিরতা
মোঃ শফিউল আযম, বেড়া: দেশের মধ্যে অন্যতম পেঁয়াজ ও সব্জি উৎপাদনকারী অঞ্চল হিসেবে খ্যাত পাবনা জেলার বেড়া সাঁথিয়া সুজানগরের কৃষকেরা মুড়িকাটা পেঁয়াজসহ সব্জি চাষে ব্যাপক লোকসানের মধ্যে পড়েছে।এক বিঘা জমিতে পেঁয়াজ চাষ করে তাদের ৩০ থেকে ৪০ হাজার টাকা লোকসান ও সব্জি চাষের শ্রমিক ও পরিবহন খরচও উঠছে না বলে অভিযোগ করছেন। তারা জানান,শীতকালীন সব্জি আলু, বেগুন,ফুল কপি, পাতা কপি, টমেটো,গাজর, লাউ, কাঁচা মরিচ, মুলাসহ অধিকাংশ সব্জির ব্যাপক দরপতনে গ্রামীন অর্থনীতিতে দেখা দিয়েছে স্থবিরতা।
বেড়া সাঁথিয়ার বিভিন্ন হাটবাজার ঘুরে ও প্রান্তিক কৃষদের সাথে আলাপ করে দেখা গেছে চাষিদের হতাশার চিত্র।
বেড়া উপজেলা বরশিলা গ্রামের কৃষক শহিদুল ইসলাম জানান,তিনি একবিঘা জমিতে ৫...