Tag query for: “পাবনায় অপহৃত শিশু সোয়াইবকে খুলনা থেকে উদ্ধার”
পাবনায় অপহৃত শিশু সোয়াইবকে খুলনা থেকে উদ্ধার
প্রতিদিনের ডেক্স:প্রায় ছয় মাস আগে অপহরণ করা হয় ছয় বছরের শিশু সোয়াইব হোসেনকে। অপহরণের পর করানো হতো ভিক্ষা। এরপর ও চালানো হতো নির্যাতন। ঘটনার ছয় মাস পর গত ১৮ এপ্রিল খুলনার রুপসা ফেরিঘাট এলাকা থেকে ভিক্ষা করানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করে পুলিশ।
সিগারেট আর কয়েলের ছ্যাঁকা দিয়ে, হাতের নখ উপড়িয়ে প্রায় প্রতিবন্ধী করে ফেলে শিশু সোয়ােইবের । আর দিনের বেলায় তাকে দিয়ে করানো হতো ভিক্ষা। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে অবশেষে শিশুটিকে উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ। আর করা হয়েছে গ্রেপ্তার অভিযুক্ত রফিকুল ইসলাম বিপ্লবকে (৩০)।
দীর্ঘ ছয় মাস পরে উদ্ধারের পর প্রথম দেখায় মা সোহানা জাহান তার আদরের সন্তান সোয়াইব হোসেনকে...