ভাঙ্গুড়ার দিনের বেলায় দুর্ধর্ষ চুরি
প্রতিদিনের ডেক্স: পাবনার ভাঙ্গুড়া পৌরসভার শরৎনগর বাজারের বাসিন্দা প্রভাষক আফ্রোজা পারভিন ইতি র বাসায় দিনের বেলায় চুরি হয়েছে।
রবিবার সকাল ১১টার দিকে চোর চক্র বাসার দরজার তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে এবং বাসার আলমিরার তালা খুলে প্রায় দশ ভরি সোনার গহনা ও নগদ নব্বই হাজার টাকা চুরি করে নেয়।
টুটুল নামের এক ভদ্রলোক ইতি তার বাসার নিচ তলায় ভাড়া থাকেন। সকাল ১০টায় বাসা থেকে বের হয়ে তার কর্মস্থল বিবি কলেজে যান। এরপর তাদের ফ্লাটের এজন ভাড়াটিয়া দরজার তালা খোলা দেখে ইতি কে ফোন দেন।
দুপুর ১২টায় প্রভাষক আফ্রোজা পারভিন ইতি বাসায় ফিরে তিনি মুল দরজার তালা ভাঙ্গা ও শয়ন কক্ষের আলমিরা খোলা...