Tag query for: “গাজনার বিলে মাছ শিকার করছে গ্যাস ট্যালেট দিয়ে”
গাজনার বিলে মাছ শিকার করছে গ্যাস ট্যালেট দিয়ে
প্রতিদিনের ডেক্স:পাবনার সুজানগরের ঐতিহ্যবাহী গাজনার বিলে চায়না দুয়ারী ও বেড় জালের পাশা-পাশি গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ শিকার করা হচ্ছে। এতে শুষ্ক মৌসুমে বিলে মাছের আকাল দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে এলাকার সচেতন মহল ধারণা করছেন।
উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, গাজনার বিলের আশপাশের ৮/১০টি গ্রামে ৪/৫‘শ মৎস্যজীবী রয়েছে।
বিলে মৎস্যজীবীরা রুই এবং কাতলা সহ দেশিয় প্রজাতির বিভিন্ন প্রকার মাছ শিকার করছে নিষিদ্ধ চায়না দুয়ারী বেড়, ও খড়া জাল দিয়ে। নিষিদ্ধ চায়না দুয়ারী বেড়, ও খড়া জাল দিয়ে মাছ শিকার করার পাশাপাশি ক্ষতিকর বিষাক্ত গ্যাস ট্যাবলেট দিয়ে বিলে মৎস্যজীবীরা মাছ শিকার করছে ।
বিলের পাশেই শারীরভিটা গ্রামের বাসিন্দারা জানান, কতিপয় অসাধু মৎস্যজীবী...