Tag query for: “অসময়ে বেড়ায় যমুনার পশ্চিম পাড়ের তীব্র ভাঙন দেখা দিয়েছে”
অসময়ে বেড়ায় যমুনার পশ্চিম পাড়ের তীব্র ভাঙন দেখা দিয়েছে
শফিউল আযম, বেড়া:অসময়ে পাবনার বেড়ায় যমুনা নদীর পশ্চিম পাড়ে তীব্র ভাঙন দেখা দিয়েছে। গত তিন দিনের ভাঙনে ৯টি গ্রামের ১৫টি বসতবাড়ী, ২৫ বিঘা ফসলী জমিসহ অসংখ্য গাছ-পালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের হুমকীর মুখে পড়েছে কবরস্থান, মসজিদ, মাদ্রাসা, ফসলী জমিসহ বিভিন্ন স্তাপনা।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, যমুনার ভাঙনে বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ও নতুন ভারেঙ্গা ইউনিয়নের চরনাগদা, হাটাইল, আড়ালিয়া, চরসাড়াশিয়া লেওলাইপাড়া, মাছখালি, মরিচাপাড়া, রাকশা, নতুনবাটিয়াখড়া গ্রামের ১৫ বসতবাড়ি, ২৫ বিঘা ফসলী জমিসহ অসংখ্য গাছপালা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ৯টি গ্রামের কয়েক হাজার পরিবার ভাঙনের হুমকীতে রয়েছে। অসময়ে ভাঙন দেখা দেয়ায় নদী পাড়ের মানুষ দিশেহারা হয়ে পড়েছে।
সরেজমিন ঘুরে দেখা...