Tag query for: “সেচ মওসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার “তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনার বুকে ধুধু বালুচর””
সেচ মওসুমে ভারতের একতরফা পানি প্রত্যাহার “তিস্তা ব্রহ্মপুত্র ও যমুনার বুকে ধুধু বালুচর”
মোঃ শফিউল আযম, বেড়া ঃ সেচ মওসুমে ভারত উজানে তিস্তা ও ব্রহ্মপুত্র নদের পানি একতরফা প্রত্যাহার করে সেচের জন্য উত্তরবঙ্গের কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় নিয়ে যাওয়া হচ্ছে। এর বিরুপ প্রভাবে শীতকালেই তিস্তা-ব্রহ্মপুত্র নদ মরা নদীতে পরিনত হয়েছে। পানির প্রবাহ কমে যাওয়ায় তিস্তার বুকে ধু ধু বালু চর। তিস্তা ও ব্রহ্মপুত্রের মিলিত প্রবাহের যমুনায় জেগে উঠেছে বিশাল বিশাল চর। নদীর মুলধারা সঙ্কীর্ণ হয়ে পড়েছে। এ অঞ্চলের প্রাকৃতিক পরিবেশ, পানিসম্পদ, কৃষি অর্থনীতি হুমকীর মুখে পড়েছে। প্রায় ৮০ ভাগ নৌপথ বন্ধ হয়ে গেছে ।
ভারত থেকে আসা ব্রক্ষপুত্র ও তিস্তার প্রবাহ একসঙ্গে ধারন করে যমুনা নদী বিশাল...