Tag query for: “ভাঙ্গুড়ায় মেসার্স ঘিবাড়ির প্রেস ব্রিফিং”
ভাঙ্গুড়ায় মেসার্স ঘিবাড়ির প্রেস ব্রিফিং
বিশেষ প্রতিবেদক :পাবনার ভাঙ্গুড়া ঘিবাড়ির সুনাম সংরক্ষণে বৃহস্পতিবার একটি প্রেস ব্রিফিং এর আয়োজন করা হয়।
২০ মার্চ বৃহস্পতিবার বিকালে সাংবাদিকদের জ্ঞাতার্থে ঘিবাড়ির স্বত্বাধিকারী সাইফুল ইসলাম খান মেসার্স ঘিবাড়ির প্রডাক্ট সম্পর্কে তিনি লিখিত বক্তব্যে পেশ করেন। তিনি বলেন গত ৯ মার্চ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট তাসমীয়া আক্তার রোজী ঘিবাড়ি ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
তিনি লিখিত বক্তব্যে বলেন, ভাঙ্গুড়া চৌবাড়িয়া হারোপাড়ায় আমার মেসার্স ঘি বাড়ি প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা হয়। আমি এই অভিযানকে সাধুবাদ জানাই এবং অভিযান যে সিদ্ধান্ত গৃহীত হয় সেটা আমি সদুত্তর গ্রহণ করি।
আমরা শতভাগ খাটি ঘি তৈরি করি। ঘি বাড়ি ভাঙ্গুড়ার প্রতিষ্ঠান। এটি আমার-আপনার এবং সকলের।
এ সময় আলহাজ্ব...