Tag query for: “পাবনায় আঁধার রাতে চুরি করে নিল কৃষকের ৫ গরু”
পাবনায় আঁধার রাতে চুরি করে নিল কৃষকের ৫ গরু
পাবনা জেলার সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নে এক কৃষকের গোয়ালঘর থেকে রাতের আঁধারে এক ডাকাত দল পিকআপে করে পাঁচটি গরু নিয়ে চলে গেছে। এসব গরুর আনুমানিক মূল্য প্রায় ৮ থেকে সারে ৮লাখ টাকা।
শনিবার (৯ নভেম্বর) ভোররাত সাড়ে ৪টার দিকে ইউনিয়নের কোলাদী গ্রামের জামতলা বাজারের জোড়া সাঁকো শ্রীরামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভাঁড়ারা ইউনিয়নের জামতলা বাজারের পুর্বপাড়া শ্রীরামপুর গ্রামের কৃষকের নাম মো ইদ্রীস আলী মোল্লা, পিতা দিলবার আলী মোল্লা।
জানা গেছে, শনিবার ভোররাত সাড়ে ৪টার দিকে পাবনা-সুজানগর রোডের পাশে থাকা গোয়ালঘরের তালা ও শিকল কেটে ৭/৮ জনের একটি পিকআপে করে একেক করে ৫টি গরু তুলে নিয়ে দ্রুত চলে যায়। পরিবারের লোকজন এগিয়ে গেলে...