Tag query for: “পলি জমে জমে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে চলনবিলের বিশালতা”
পলি জমে জমে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে চলনবিলের বিশালতা
শফিউল আযম,বিশেষ প্রতিনিধি বেড়া (পাবনা)চলনবিলের তলদেশ পলি জমে জমে ভরাট হয়ে মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে এর বিশালতা। বর্ষায় সাগরের মতো বিশাল জলরাশি বুকে নিয়ে ভয়ঙ্কর রুপ ধারণ করে আবার শরতে শান্ত জলরাশির ওপর ছোপ ছোপ সাদা-সবুজ রঙের খেলা। হেমন্তে পাকা ধান আর সোঁদা মাটির গন্ধে ম-ম করে চারিদিক। শীতে হলুদ আর সবুজের নিধুয়া পাথার। গ্রীষ্মে চলনবিলের রুপ রুক্ষ। যেকোন ঋতুতে চলনবিলে মূল আকর্ষন নৌকাভ্রমন।
তবে প্রতি ঋতুতে ভিন্ন ভিন্ন রুপে দেখা যায় চলনবিলকে। রুপবদলের এই বৈচিত্রে হেমন্তে চলনবিল এক ভিন্ন জগৎ। বর্ষার চলনবিলের রুদ্র মূর্তি এখন শান্ত, জলরাশি স্থির। নানা রঙের ফুল, হরেক পাখির কলরব। এ যেন প্রকৃতির এক অপরুপ...