Tag query for: “পদ্মা ও যমুনার নৌচ্যানেল ড্রেজিংয়ের নামে কোটি কোটি টাকা অপচয়”
পদ্মা ও যমুনার নৌচ্যানেল ড্রেজিংয়ের নামে কোটি কোটি টাকা অপচয়
শফিউল আযম,বিশেষ প্রতিনিধি বেড়া (পাবনা) আরিচা-কাজিরহাট-নগরবাড়ি নৌরুট সচল রাখতে ১৭ লাখ ২০ হাজার ঘনমিটার পলি অপসারণ করার পরেও পদ্মা-যমুনায় নব্যতা সঙ্কট অব্যাহত রয়েছে। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এই নৌরুট। কোটি কোটি টাকা ব্যয়ে ৬টি ড্রেজার দিয়ে রাত-দিন চলছে ড্রেজিং। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ড্রেজিংয়ে মিলছে না কাঙ্খিত সুফল। স্থানীয়রা বলছেন,এতে একদিকে যেমন সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যাচ্ছে অপরদিকে কার্গোজাহাজ ও ফেরি চলাচল ব্যাহত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এবার শুস্ক মওসুম শুরু হওয়ার আগেই নদীতে পানি কমে ডুবোচরের সৃষ্টি এবং নৌচ্যানেল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যে কারণে ফেরি কর্তৃপক্ষ গত নভেম্বর মাসে বাধ্য হয়ে তিনবার সাময়িকভাবে ফেরি সার্ভিস বন্ধ রাখে। দ্রুতগতিতে...