ভাঙ্গুড়ায় হত্যা চেষ্টার দেড় বছর পরে বিএন পি নেতার বিচার চেয়ে মামলা দায়ের।
প্রতিদিনের ডেক্স: ভাঙ্গুড়ায় রাজনৈতিক জের ধরে বিএন পি নেতা মো: সাইদুল ইসলাম বুরুজ(৪৮)কে কুপিয়ে হত্যা চেষ্টার প্রায় দেড় বছর পর থানায় মামলা দায়েরের সুযোগ পেল তিনি।
মঙ্গলবার ঐ নেতা বাদী হয়ে ভাঙ্গুড়া পৌরসভার ১ নং ওয়ার্ড কমিশনার মো: ইমরান হোসেনকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৮/১০ জনের নামে এই মামলা দায়ের করেন।১৭ সেপ্টম্বর ভাঙ্গুড়া থানায় মামলা নং ৩ জি আর ৬৮/২০২৪ ধারা-৩২৩/৩৪১/৩২৫/৩২৬ ,মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৭ই মে আনুমানিক বিকাল ৪ ঘটিকার সময়,, বাদী কলেজপাড়া চৌরাস্তা ব্রিজ সংলগ্ন খাইরুল ইসলামের দোকান ঘরের সামনে পৌঁছালে প্রথমে হাসুয়া এবং পরে ছুরি দিয়ে কিডনি বরারর আঘাত করে রক্তাক্ত করে ফেলে রেখে পালিয়ে যায়...