Tag query for: “ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল পাবনা”
ইসকন নিষিদ্ধের দাবিতে উত্তাল পাবনা
পাবনা প্রতিনিধি:চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছেন পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সদস্যরা। শিক্ষার্থীরা। পাশাপাশি হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।
২৬ নভেম্বর বুধবার সকাল ১১:৩০ মিনিটে শহরের এডওয়ার্ড কলেজ মাঠে এডভোকেট সাইফুলের ইসলামের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পাবনা শহরের আব্দুল হামিদ রোডে শহিীদ চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশে করে পাবনা স্টুডেন্ট এ্যাসোসিয়েশনের সদস্যরা।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি রিয়াদ খান, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, সাংগঠনিক সম্পাদক রাতুল শেখ, দপ্তর সম্পাদক লাবিব আল সাদ ।
সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদ।...