অপহরণের ১২ দিনেও উদ্ধার হয়নি পঞ্চম শ্রেণীর ছাত্রী, হতাশ পরিবার।
বেড়া (পাবনা) প্রতিনিধি: নিখোঁজের ১২ দিনেও উদ্ধার হয়নি পঞ্চম শ্রেণি পড়ুয়া এক শিক্ষার্থী। ঘটনাটি গত ১৫ অক্টোবর পাবনা বেড়া পৌর এলাকার শেখ পাড়া মহল্লার” ট্যালেন্ট গার্ডেন এন্ড হাই স্কুল” এর পঞ্চম শ্রেণীর ছাত্রী নিখোঁজ হয়।
এ ঘটনায় মেয়েটির বাবা পরদিন ১৬ অক্টোবর বেড়া মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেন।মেয়েটির বাবা হেলাল শেখ লিখিত অভিযোগে উল্লেখ করেন, আমার মেয়ে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বয়স (১২)। স্কুলে যাওয়া আসার পথে মাঝেমধ্যেই পার্শ্ববর্তী সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের আটিয়াপাড়া গ্রামের সুমন (২৫) নামের এক বখাটে প্রেমের প্রস্তাব দিয়ে আসতো। তার প্রস্তাবে রাজি না হলে অপহরণের হুমকি প্রদান করতো বখাটে। মেয়েটি তার পরিবারের কাছেও বিষয়টি জানায়।
গত ১৫...