ভাঙ্গুড়া-নৌবাড়িয়া সড়কে হেলে দুলে চলছে গাড়ি আতঙ্কে শিক্ষার্থীসহ পথচারী
পাবনার ভাঙ্গুড়া উপজেলার উত্তর অঞ্চলের তিনটি ইউনিয়নের কয়েক লাখ মানুষের প্রবেশদ্বার নামে খ্যাত নৌবাড়িয়া টু ভাঙ্গুড়া সংযোগ সড়কের প্রায় দুই কিলোমিটার বেহাল দশায় পরিণত হেেয়ছে। সড়কের পিচ ঢালাই ও ইটের সুড়কি উঠে বড় বড় খানা খন্দ তৈরি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তায় জুমে থাকে দিনের পর দিন হাঁটু পানি। সুষ্ঠু ড্রেনেজ ব্যবস্থা না থানা ও অপিরকল্পিত বসত বাড়ির ময়লা যুক্ত নোংড়া পানি প্রতিনিয়ত এসেও জমা হচ্ছে কোন কোন রাস্তায়। তার মধ্য দিয়েই জীবনের ঝুঁকি নিয়েই হেলে দুলে চলছে বিভিন্ন ধরণের যাত্রী বাহি গাড়ি । উপজেলা প্রশাসন, স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেতে প্রতিদিন হাজার হাজার শিক্ষার্থী ও পথচালী এই...