Breaking News :

  1. Home
  2. Tag

Tag query for: “পাবনায় শুটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা”

পাবনায় শুটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা শফিউল আযম, বেড়া (পাবনা) সংবাদদাতা ঃ পাবনার নদ-নদী ও বিলপাড়ে শুটকি মাছ উৎপাদন চলছে পুরোদমে। এ অঞ্চলের নদ-নদী-বিলে এবছর অঞ্চল ভেদে মাছের উৎপাদন কমেছে। দেশি প্রজাতির মাছ ধরা ও শুকানোর এই মওসুমে শুঁটকি চাতাল মালিক ও শ্রমিকরা ব্যস্ত সময় পাড় করছেন। জেলায় এবার শুঁটকি মাছ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে চাতাল মালিকরা জানিয়েছেন। এদিকে শুটকি মাছ সংরক্ষণ ও প্রক্রিয়াজাতের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন চাতাল মালিক ও ব্যবসায়ীরা। পাবনা জেলায় মোট ১৬টি নদী ও ২১২টি বিল রয়েছে। জেলার মৎস্যভান্ডার হিসেবে সুপরিচিত বৃহত্তম গাজনার বিল। ১৬টি বিল ও ৫টি নদী সমন্বয়ে গঠিত এই গাজনার বিল। গাজনার বিলের নদ-নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়া,...
  • 1 Years Ago
  • 397 Views
  • Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com