পাবনায় বালু উত্তোলনের উৎসব, রহস্যজনক কারণে প্রশাসন নিরব
মোঃ শফিউল আযম, বেড়া (পাবনা):প্রশাসনের কোনো ধরনের অনুমতি ছাড়াই পাবনা সদর উপজেলার চরতারাপুরে কতিপয় রাজনৈতিক ব্যক্তির নেতৃত্বে পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের কর্মযজ্ঞ চলছে। নদীর তীর ঘেষে বালুর উত্তোলনের ফলে হুমকিতে কৃষকদের শত শত বিঘা ফসলি জমি। প্রকাশ্য দিবালোকে এমন কর্মযজ্ঞ চললেও জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কোনো তৎপরতা পাওয়া যায়নি। জানা গেছে, অনৈতিক সুবিধা নিয়ে প্রশাসনের এক শ্রেনীর কর্মকর্তা এই বালি উত্তোলনে সহায়তা করছে। এর সঙ্গে তথাকথিত কতিপয় মিডিয়াকর্মি জড়িত বলে চাউড় আছে।
স্থানীয় ও কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, চরতারাপুর ইউনিয়নের দিঘী গোয়াইলবাড়ি এলাকায় পদ্ম নদীতে একাধিক পয়েন্ট করে এই বালু উত্তোলন চলছে। একেবারে...