নাব্য সঙ্কটে বাঘাবাড়ী নৌবন্দর,, আমদানি-রফতানি কমেছে ৬০ ভাগ
শফিউল আযম, বেড়া (পাবনা বাঘাবাড়ী নৌবন্দরের ভাটিতে বেড়ার মোহনগঞ্জ থেকে আরিচা পর্যন্ত ৩০ কিলোমিটার ব্যাপী যমুনা নদীতে নাব্যতা সঙ্কট মারাত্মক আকার ধরন করেছে। ক্লিংকার ও রাসায়নিক সারসহ অন্যান্য পণ্যবাহী জাহাজ ধারণক্ষমতার অর্ধেক মালামাল নিয়ে বাঘাবাড়ী বন্দরে ভীড়ছে। এতে বন্দরে পণ্যসামগ্রী আমদানি-রফতানি প্রায় ৬০ ভাগ কমেছে। এদিকে জ্বালানী তেলের আমদানি ও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাঘাবাড়ী নৌবন্দর নিয়ন্ত্রন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানিয়েছেন, দৌলতদিয়া-বাঘাবাড়ী নৌপথে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ ১৯ জেলায় জ্বালানী তেল, রাসায়নিক সারসহ অন্যান্য পণ্যসামগ্রী পরিবহনের একটি জাতীয় গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর মাধ্যম। এ নৌপথে জ্বালানী তেলবাহী ট্যাংকার, রাসায়নিক সার ও বিভিন্ন পণ্যবাহী কার্গো জাহাজ চলাচল করে। বাঘাবাড়ী...