Tag query for: “দুর্ধষ তালাভাঙ্গা চোর আটক করেছেন ভাঙ্গুড়ার পুলিশ”
দুর্ধষ তালাভাঙ্গা চোর আটক করেছেন ভাঙ্গুড়ার পুলিশ
পাবনার ভাঙ্গুড়ায় অভিযান চালিয়ে সানাউল্লা সানা নামের দুর্ধষ (তালা ভাঙ্গা) চোরেক আটক করেছে ভাঙ্গুড়া থানা পুলিশ।
গত শনিবার (২৬অক্টোবর) বিকালের দিকে ভাঙ্গুড়ার বিভিন্ন বাসায় চুরি হওয়া ভিডিও ফুটেজ দেখে তাকে বেড়া থেকে আটক করা হয়। তিনি বেড়া থানার স্যান্ডাল পাড়ার আব্দুস সালাম এর পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ভাঙ্গুড়া ও চাটমোহরসহ বেশ কয়েকটা চুরির ঘটনার দায় স্বীকার করেছেন। পুলিশ তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জরল হাজতে প্রেরণ করেছেন।
ভাঙ্গুড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মোঃ আব্দুল করিম জানান, আটককৃত সানাউল্লাহ সানা একজন সক্রিয় চোর চক্রের সদস্য। তিনি একজন তালা ভাঙ্গা চোর নামেও খ্যাত। যে কোনো ধরনের তালা কয়েক মিনিটের মধ্যেই...