Tag query for: “চলতি বোরো মওসুমে ১৯ জেলায় ডিজেলের চাহিদা ৩৭ কোটি লিটার”
চলতি বোরো মওসুমে ১৯ জেলায় ডিজেলের চাহিদা ৩৭ কোটি লিটার
মোঃ শফিউল আযম, বেড়া (পাবনা): চলতি বোরো মওসুমে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ ১৯ জেলায় ছয় লাখ ৯০ হাজার ডিজেলচালিত সেচযন্ত্র চালাতে অতিরিক্ত প্রায় ৩৭ কোটি লিটার ডিজেল প্রয়োজন। বিপিসি’র বাঘাবাড়ী অয়েল ডিপোর পদ্মা, মেঘনা ও যমুনা তিনটি কোম্পানির বিপণন কেন্দ্রে আপৎকালীন মজুদ আছে সাড়ে চার কোটি লিটার। আরো দেড় কোটি লিটার ডিজেলবাহী জাহাজ বাঘাবাড়ি ডিপোর পথে রয়েছে বলে বিপিসি’র একটি সূত্রে জানা গেছে।
সিরাজগঞ্জের বাঘাবাড়ী নৌবন্দর ট্রানজিট বাফারগুদাম থেকে সড়ক পথে উত্তরাঞ্চলের ১৪টি বাফার গুদামে মজুদের জন্য রাসায়নিক সার পাঠানো হয়। কিন্তু নাব্যতা সঙ্কটে কার্গোজাহাজ পূর্ণ লোড নিয়ে বাঘাবাড়ী বন্দরে আসতে পারছে না। অর্ধেক সার লোড নিয়ে সেগুলো বন্দরে আসছে। ফলে...