পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
“দলের ঐক্য বজায় রেখে সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করবো” – হাসান জাফির তুহিন

বিশেষ প্রতিনিধিঃ
” বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ঐক্য বজায় রেখে সবাইকে একসঙ্গে নিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।, বিএনপি’র দলীয় সিদ্ধান্ত মোতাবেক পাবনা ৩ আসনের ধানের শীষ প্রতীক নিয়ে আগামী সংসদ নির্বাচনে নির্বাচন করা নির্দেশনাসহ সিদ্ধান্ত দিয়েছেন। প্রিয় দলের এমন সিদ্ধান্তকে স্বাগত ও সাধুবাদ জানিয়ে নিজের ও পরিবারেরসহ পাবনা -৩ এলাকার বিএনপি নেতৃবৃন্দের পাশাপাশি সাধারণ মানুষের পক্ষ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’)র প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ”
আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি-র ৭০ পাবনা -৩ প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করার মনোনয়ন দেয়ায় চাটমোহরের বোথর এলাকায় তার নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত তিন নভেম্বর রাত সাড়ে আটটার দিকে এই সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি আরো বলেন,” দল থেকে মিষ্টি বিতরণ মিছিল মিছিল করতে নিষেধ করেছেন। কারণ এটা কোন বিজয় নয়। বিএনপি একটি বড় দল এ দলে একাধিক মনোনয়ন প্রত্যাশী প্রার্থী থাকতেই পারে। তবে দলীয় এই সিদ্ধান্তের পর অপরাপর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ করতেও আমার নেতাকর্মীদের ইতিমধ্যেই নির্দেশ প্রদান করা হয়েছে। কেউ যেন এমন কোনো আচরণ না করে যার জন্য ঐ সকল ব্যক্তিরাও মনে কষ্ট পান। ‘
সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, এই আসনে আরো যারা অভিজ্ঞ ও প্রবীণ প্রার্থী আছে রয়েছেন তাদের বাসায় গিয়ে তাদের সঙ্গে কথা বলে সকলকে সঙ্গে নিয়ে একসঙ্গে শান্তিপূর্ণ নির্বাচনী কাজ করার ও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরো উল্লেখ করে বলেন, বিগত সরকারের সময় সুষ্ঠু নির্বাচন হয়নি বলে জনগণ তাদের প্রত্যাশিত প্রার্থীকে ভোট দিতে পারেন নি। আগামীতে সাধারণ জনগণ ভোট দিতে উন্মুখ হয়ে আছেন বলে উল্লেখ করেন তিনি। এ সময় তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি ভুল বা মিথ্যা সংবাদ পরিবেশন থেকে বিরত থাকারও অনুরোধ করেন।
সংবাদ সম্মেলন অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুম ফরিদপুর বিএনপির সভাপতি জহুরুল ইসলাম বকুল সাবেক সাধারণ সম্পাদক আবদুল হাকিম। ভাঙ্গুড়া পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রহিম কালু সহ চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুরের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।