পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর উদ্যোগে বৃক্ষরোপণ

বিশেষ প্রতিনিধিঃ
পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন পিএসডিও এর উদ্যোগে উত্তর মেন্দা খালপাট কবরস্থান এবং ছাবের আলী হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানায় ফুল,ফল এবং কাঠের বৃক্ষ রোপণ করা হয়।
উদ্বোধন করেন, জনাব মোছা. নাজমুন নাহার উপজেলা নির্বাহী অফিসার, ভাঙ্গুড়া,পাবনা। এসময় উপস্থিত ছিলেন, জনাব ওমর ফারুক উপদেষ্টা পিএসডিও এছাড়াও উপস্থিত ছিলেন মো. আ. হামিদ মাস্টার (সভাপতি অত্র মাদ্রাসা), মো. আবুল কালাম আজাদ(সভাপতি অত্র কবরস্থান, মো. আব্দুর রাজ্জাক ( সভাপতি অত্র ঈদগাহ ময়দান), মো. আ. রাজ্জাক ( ক্যাশিয়ার ঈদগাহ), মাওলানা মো. জালাল উদ্দিন( সাধারণ সম্পাদক অত্র মাদ্রাসা), মাওলানা মনিরুল ইসলাম ( সুপার অত্র মাদ্রাসা), মো. জামিউর রহমান রক্তবিষয়ক সম্পাদক পিএসডিও, আরও উপস্থিত ছিলেন পিএসডিও এর স্বেচ্ছাসেবীগণ রাকিবুল হাসান, আসিবুল হাসান হৃদয়, শিমুল আহমেদ, গোলাম রাব্বি, ফারুক , ভাঙ্গুড়া ইউনিয়ন ইউনিট এর সাধারণ সম্পাদক শিহাব আহমেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন পিএসডিও এর সদস্য, অত্র মাদ্রাসার শিক্ষার্থী বিন্দু এবং অত্র গ্রামের জনসাধারণ।
এ ব্যাপারে পাবনা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নামের প্রতিষ্ঠানটির সাধারণ সম্পাদক রুহুল আমিন বলেন, পরিবেশ দিবস -২০২৫
🍃 গাছ লাগান
🚯 প্লাস্টিক বর্জন করুন
💧 পানি অপচয় বন্ধ করুন
♻️ সচেতন হোন, পরিবেশবান্ধব হোন