পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
প্রধান উপদেষ্টা-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপে শিগগিরই নির্বাচনের কথা এসেছে

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও’র মধ্যে গত সোমবার হওয়া ফোনালাপে বাংলাদেশে শিগগিরিই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা এসেছে বলে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা (ড. মুহাম্মদ ইউনূস-মার্কো রুবিও) খুব চমৎকার পরিবেশে কথা বলেছে। তখন আমি সামনে বসা ছিলাম। সেখানে সংস্কার কার্যক্রমে তাদের সমর্থনের কথা বলেছে এবং কথায় উঠে এসেছে যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হোক।’
শিগগিরই নির্বাচন করার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কি না, জবাবে তিনি বলেন, ‘দুই পক্ষেরকথা হচ্ছিল আন্তরিক পরিবেশে। তার মধ্যে এ কথাগুলো উঠে এসেছে। নির্বাচন সম্পর্কে তারা জানতে চেয়েছে এবং সংস্কার কার্যক্রমের ব্যাপারে সমর্থনের কথা বলেছে। তখন তাদের জানানো হয়েছে, যথা শিগগিরই সম্ভব নির্বাচন করা হবে।’
যুক্তরাষ্ট্রের আরোপ করা শুল্ক নিয়ে আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আজকে ওয়াশিংটনে বৈঠক হবে। বাণিজ্য উপদেষ্টা সেখানে গেছেন। আমাদের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সেখানে আছেন। কাজেই আমরা আশা করব যে একটি সমাধানে আমরা দুপক্ষ পৌঁছাতে পারব এবং বাণিজ্যে তেমন প্রভাব পড়বে না।’