Breaking News :

৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ ঘোষণা করে পরিপত্র জারি

সরকার প্রতিবছর ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করেছে এবং এই তারিখকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে পালনের নিমিত্ত জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন-সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২১ অক্টোবর ২০১৪ তারিখের পরিপত্রের ‘খ’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

গতকাল বুধবার (২৫ জুন) মন্ত্রিপরিষদ বিভাগের সাধারণ অধি শাখার উপসচিব তানিয়া আফরোজ স্বাক্ষরিত এক পরিপত্রে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রী পরিষদ বিভাগের এই পরিপত্রে উক্ত সিদ্ধান্ত যথাযথভাবে প্রতিপালনের জন্য সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়/বিভাগ/সংস্থাকে নির্দেশক্রমে অনুরোধ করা হয়।

সূত্র : বাসস

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com