পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা, এরপর ধীরে ধীরে পার হলো ট্রেন

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার ভাঙ্গুড়ায় রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে পাটের বস্তা দিয়ে পার করা হয়েছে ট্রেন। ঈশ্বরদী-জয়দেবপুর রেললাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পূর্ব দিকে রেললাইনের ক্ষতিগ্রস্ত একটি অংশ এ পাটের বস্তা দিয়ে ট্রেন পার করার ঘটনা ঘটে। মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন ভাঙ্গুড়া স্টেশনের ইনচার্জ শফিউল আলম। এতে ঢাকা থেকে রাজশাহীগামী ‘ধুমকেতু এক্সপ্রেস’ ট্রেনটি প্রায় ঘন্টা খানেক দেরীতে ক্ষতিগ্রস্থ রেল লাইনের পূর্ব পাশে দাঁড়িয়ে থাকার পর ঝুঁকি নিয়ে ধীর গতিতে পার হয়।
স্থানীয়রা জানান, কয়েক মাস ধরে ঈশ্বরদী-জয়দেবপুর রেল লাইনের ভাঙ্গুড়া রেল স্টেশনের পশ্চিমে প্রায় ৫০০ ফুট রেল লাইন সম্প্রসারনের কাজ চলছে। রেললাইনের সংস্কার কাজ চলা এই অংশের পশ্চিমে রেললাইন ভেঙে ক্ষতিগ্রস্ত হয়। মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত রেল লাইনের এই অংশ রেলের কর্মচারীদের নজরে আসলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। পরে সাড়ে ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটিকে বড়াল ব্রীজ স্টেশন পার হলে লালপাতাকা দিয়ে রেল শ্রমিকরা ট্রেনটি আটকে দেন। এর পর রেল লাইনের ক্ষতিগ্রস্ত অংশে প্রায় ঘন্টাখানেক চেষ্টার পর পাটের বস্তা দিয়ে ট্রেনটিকে পার করা হয়। এরপর রেলের ক্ষতিগ্রস্ত অংশ স্থায়ীভাবে মেরামতের জন্য কাজ শুরু করেন রেলের প্রকৌশল শাখার কর্মচারীরা।
এ বিষয়ে ভাঙ্গুড়া স্টেশনের ইনচার্জ শফিউল আলম বলেন, রেললাইন ক্ষতিগ্রস্ত হয়ে বেশ কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল। পরে কিছুটা মেরামত করে ট্রেনটিকে পার করা হয়েছে। তিনি আরও বলেন, বর্তমানে ক্ষতিগ্রস্ত অংশে স্থায়ী মেরামতের কাজ চলছে। ট্রেন চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে।