Breaking News :

ইরান-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর

অনলাইন:

ইরান ও ইসরাইলের সংবাদমাধ্যমগুলো যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট বিবরণ এবং সময় নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে।

টানা ১২ দিনের সংঘাতের পর ইরান ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়েছে। ইরান ও ইসরাইলের সংবাদমাধ্যমগুলো যুদ্ধবিরতি শুরুর বিষয়টি নিশ্চিত করেছে। তবে যুদ্ধবিরতির সুনির্দিষ্ট বিবরণ এবং সময় নিয়ে এখনো বিভ্রান্তি রয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এর আগে, সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিকমাধ্যমে দেয়া এক পোস্টে জানান, ইরান ও ইসরাইল সম্পূর্ণ ও পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে। এটি ঘোষণার প্রায় ছয় ঘণ্টা পর কার্যকর হবে। তার হিসাবে, রাত ১২টা (ইস্টার্ন টাইম) নাগাদ যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।

এরপর ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন পরিচালিত ইরানের প্রেস টিভি জানিয়েছে, ইসরাইল অধিকৃত এলাকায় ইরানের চার দফা হামলার পর যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম তাদের টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছে, যুদ্ধবিরতি ‘বাস্তবায়নের পর্যায়ে’ প্রবেশ করেছে।

তবে ইরানের রাষ্ট্রীয় মিডিয়া একধাপ এগিয়ে দাবি করেছে, এই যুদ্ধবিরতি ‘শত্রুর ওপর চাপিয়ে দেয়া হয়েছে’। যদিও সুনির্দিষ্ট সময় উল্লেখ করেনি তারা। ইসরাইলি সম্প্রচারমাধ্যম চ্যানেল টুয়েলভ ও ওয়াইনেট জানিয়েছে, যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে ইসরাইল সরকার এখন পর্যন্ত যুদ্ধবিরতি নিয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com