পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
ভাঙ্গুড়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভাঙ্গুড়া, পাবনা|
পাবনার ভাঙ্গুড়ায় বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১ঘটিকায় ভাঙ্গুড়া বিএনপির অফিসের পাশে ধান হাঁটাবিএনপিসহ সকল সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো.নুর মোজাহিদ স্বপন মোঃ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা তিন এলাকার ধানের শীষ মনোনয়ন প্রত্যাশী উপাবনা জেলা বিএনপির সদস্য সচিব ও পাবনা বার সমিতির সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার।
উপজেলা বিএনপির সদস্য সচিব জাফর ইকবাল হিরোক সঞ্চালনায় বত্তব্য রাখেন উপজেলা বিএনপির উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আঃআজিজ সহ সকল যুগ্ন আহবায়ক।আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক মো. আখিরুজ্জামান মাসুম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হুমায়ূন কবির, ছাত্রদলের সদস্য সচিব মো. লিখন সরকার, যুবদলের আহ্বায়ক মো. ফরিদ সহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, দেশ এগিয়ে নিতে তারেক রহমানকে বিকল্প নেই। কোন ফ্যাসিস্ট শক্তি যেন দেশের ক্ষতি না করতে পারে সে জন্য সবাইকে সজাগ থাকতে হবে।তিনি আরো বলেন, যে ভোটের অধিকারের জন্য এদেশের মানুষ জীবন দিয়েছে, সেই ভোটের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত গণতন্ত্র প্রতিষ্ঠার করতে হবে।