Breaking News :

ভুল সংবাদ পরিবেশন করলে ব্যবস্থা নেবে সরকার

অনলাইন ডেস্কঃ

ভুল সংবাদ পরিবেশন করলে সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। আজ বুধবার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘এখন থেকে ভুল সংবাদ প্রকাশ করবেন বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করবেন, যেগুলো মানুষকে বিভ্রান্ত করবে, সরকার তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেবে।’

প্রধান উপদেষ্টার এ উপ-প্রেস সচিব বলেন, ‘মুক্তিযুদ্ধের খেতাব সংক্রান্ত খবরটি ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন বানোয়াট। যেসব গণমাধ্যম ভুল সংবাদ প্রচার করেছেন, আমরা আশা করব তারা তাদের ভুলটা সংশোধন করবেন। যেখানে তারা ভুল সংবাদটি ছাপিয়েছেন, ঠিক একই জায়গায় তারা সংশোধনী ছেপে পাঠকদের কাছে দুঃখ প্রকাশ করবেন।’

অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতার ব্যাপারে খুব উদার দাবি করে আবুল কালাম আজাদ মজুমদার বলেন, ‘আমরা সমালোচনাকে সবসময় স্বাগত জানাই, কিন্তু কাউকে এ রকম কোনো লাইসেন্স দেওয়া হয়নি যে, তিনি চাইলেই একটি ভুল সংবাদ প্রচার করবেন।’

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com