Breaking News :

বেড়ার কাজিরহাট হাই স্কুলে দুদিন ৪৩ জন শিক্ষার্থী অচেতন

শফিউল আযম, বেড়া  ঃ
পাবনার বেড়া উপজেলার কাজিরহাট উচ্চ বিদ্যালয়ে দুদিনে হঠাৎ করে ৪২ জন শিক্ষার্থী অচেতন হওয়ার ঘটনা ঘটেছ। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরেছে।
সোমবার (১৯ মে) সকাল ১০টায় বিদ্যালয়ের দোতলার যষ্ঠ ও সপ্তম শ্রেণী কক্ষে ৩৫ জন ছাত্র ছাত্রী অচেতন হয়ে পরে। তাদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এখবর পেয়ে অভিভাবকরা স্কুল এসে তাদের অসুস্থ সন্তানদের বাড়ী নিয়ে যায় বলে জানা গেছে।
গত রবিবার বিকাল ৩টায় প্রায় ৬ জন অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। দুটি শ্রেনী কক্ষে এক ধরনের গন্ধ পাওয়া যাচ্ছে।
কাজিরহাট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোঃ ফরহাদ হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুদিনে ৪১জন শিক্ষার্থী অচেতন হয়ে পড়ার ঘটনা ঘটেছে। দুটি শ্রেনী কক্ষে এক নিঃশ্বাসে গন্ধ পাওয়া যাচ্ছে। তার ধারনা শ্রেনী কক্ষে কেউ চেতনা নাশক স্প্রে করে থাকতে পারে।
বেড়া উপজেলা স্বাস্থ্য  ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,  তাহমিনা সুলতানা নিলা বলেন, ভ্যাপসা গরম অথবা ফুড পয়োজনের কারনে অচেতন হয়ে থাকতে পারে। তবে পরিক্ষা না করে সঠিক ভাবে কিছু বলা সম্ভব না।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মোরশেদুল ইসলাম বলেন, স্কুলের শিক্ষার্থীদের অচেতন হয়ে পড়ার বিষয়ে আমি অবগত হয়েছি। প্রধান শিক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছি।
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com