Breaking News :

ভাঙ্গুড়ায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন কৃষকদল নেতাকর্মী

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি :
পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছাশ্রমে কৃষকের ধান কেটে দিলেন কৃষক দল নেতাকর্মীরা। রবিবার (১৮ মে) ভাঙ্গুড়া উপজেলার বড়াল ব্রীজ স্টেশনের পাশে হাড়পাড়া গ্রামের কৃষক শামসুল হকের জমিতে এই ধান কেটে দেন তারা। উপজেলা কৃষকদলের আয়োজনে কৃষকদল সভাপতি আখিরুজ্জামান মাসুমের উদ্যোগে প্রায় ৩০ জন নেতাকর্মী এ কাজ করেন।

জানা গেছে, কৃষকের পাশে কৃষক দল এই লক্ষ্যে উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের উদ্যোগে ভাঙ্গুড়া উপজেলার কৃষকদের কৃষি কাজের অগ্রগতি ও সচেতনামূলক বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন গত তিন বছর ধরে। পাশাপাশি তারা কৃষকের কল্যাণে কাজ করে থাকেন। সেই ধারাবাহিকতায় রবিবার প্রায় ৩০ জন নেতাকর্মীসহ উপজেলার হারো পাড়া এলাকার মাঠে শামছুল হক কৃষকের প্রায় দুই বিঘা জমিতে স্বেচ্ছা শ্রমে পাকা ধান কেটে দেন। এর আগে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ অনুযায়ী পরিত্যক্ত এই জমিটি ভাঙ্গুড়া কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদের উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধানের চাষ করেছিলেন। আবহাওয়া অনুকূলে থাকায় নিয়মিত পরিচর্যা করায় ধানের বাম্পার ফলন হয়েছে। এই জমির ধান পরিপক্ক হলে উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুমের উদ্যোগে কৃষকের পাশে কৃষক দল এই লক্ষ্য বাস্তবায়নের নিমিত্তে প্রায় ৩০ জন নেতাকর্মীকে নিয়ে স্বেচ্ছাশ্রমে তিনি ধান কেটে দেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সর্বদা কৃষকের পাশে ও কৃষক কল্যাণে তৎপরতায় রয়েছেন। সেই ধারাবাহিকতায় তারা এই কৃষকের ধান কেটে দিলেন। আগামীতেও এমন কর্মকান্ড অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

 

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com