Breaking News :

ভাঙ্গুড়ায় অভ্যন্তরীন বোরো ধান-চাল সংগ্রহের ২০২৫ এর শুভ উদ্বোধন

সফিক ইসলাম
পাবনার ভাঙ্গুড়া উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান- চাল সংগ্রহের ২০২৫ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। সরাসরি কৃষক ও মিলারদের নিকট থেকে ন্যায্যমূল্যে চলতি অভ্যন্তরীণ বোরো মৌসুম-২৫’র ধান- চাল সংগ্রহের কার্যক্রম শুরু হলো।

১৩ মে মঙ্গলবার সকাল ১০ টায় পাবনার ভাঙ্গুড়া উপজেলার খাদ্যগুদামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধান-চাল সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার।
এসময় আরো উপস্থিত ছিলেন ভাঙ্গুড়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোহাব্বত হোসেন, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন এবং আগত কৃষকগন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার জানান, চলতি বোরো মৌসুমে এই উপজেলায় ৫০৮ মেট্টিক টন ধান ৩৬ টাকা কেজি মূল্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ও ৪৬৬ মেট্টিক টন চাল ৪৯ টাকা কেজি মূল্যে মিলারদের নিকট থেকে সংগ্রহ করা হবে। আগামী ২৮ আগষ্ট পর্যন্ত এই সংগ্রহ কার্যক্রম চলমান থাকবে।

উপজেলার অভ্যন্তরীণ বোরো ধান- চাল সংগ্রহের ২০২৫ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে ০৩ টন ধান-চালের মধ্যেমে শুভ উদ্বোধন করা হয়।

Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com