পাবনার ভাঙ্গুড়ায় ৫ দোকান-বাড়িতে ডাকাতি: ৪০ ভরি সোনা,২০ লক্ষ টাকা লুট
দৈনিক পাবনার চেতনার সম্পাদকের চাচার ইন্তেকাল

বিশেষ প্রতিনিধি:পাবনা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক পাবনার চেতনার সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর দায়িত্বপ্রাপ্ত সদস্য এস এম আদনান উদ্দিনের মেজ চাচা আব্দুল মজিদ মোল্লা ইন্তেকাল করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) দুপুর ১২ টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত কারণে সাঁথিয়া উপজেলার গৌরিগ্রাম ইউনিয়নের ঘুঘুদাহ গ্রামের নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন।
সদাহাস্যজ্বল ও ধার্মিক ব্যাক্তি আব্দুল মজিদ মৃত্যুকালে ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণাগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তার মৃত্যুতে শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার, পাবনা প্রেস ক্লাবের সম্পাদক ও জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক জহরুল ইসলাম, পাবনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব ডা. আহমেদ মোস্তফা নোমান, বিএনপি জামায়াত জোট সরকারের সাবেক শিল্পীমন্ত্রী ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর ব্যাক্তিগত সহকারী মোঃ শফিকুল ইসলাম রতন, পাবনা রিপোর্টার্স ইউনিটের সাবেক সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, দেশ টিভির জেলা প্রতিনিধি শামসুল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি রাকিব হাসনাত, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাতুল ইসলাম খান নাদিম, সদস্য সচিব কমল শেখ টিটু ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানাসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বাদ এশা জানাযা শেষে সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের বাজার সংলগ্ন কবরস্থানে দাফন করা হয়েছে।