খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্স পাঠাচ্ছে কাতার
ভাঙ্গুড়ায় বিশেষ অভিযানে ৫মাদক ব্যবসায়ীর বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থ দন্ডারোপ

আব্দুর রহিম:পাবনার ভাঙ্গুড়া মাদক বিরোধী বিশেষ অভিযানে ৫ মাদক ব্যবসাীয়কে আটক করা হয়েছে। বুধবার(২৩ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী, পাবনার এস আই খন্দকার নাজিম উদ্দীন এর নেতৃত্বে দিনব্যপী অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, মোঃ জিল্লুর রহমান (৩৫), মোঃ হৃদয় হোসেন (২৫), মোঃ রইচ উদ্দিন (৫০), মোঃ উজ্জল (৩০), আব্দুল বারিক (৭০)। আটক করে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ নাজমুন নাহার এর আদালতে হাজির করা হলে তাদের ৩জনকে ৩০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনা শ্রম করাদন্ড ও অপর ২জনকে ৩০০ টাকা জরিমানা ও ৬ মাসের কারা দন্ডাদেশ প্রদান করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আসামীরা দীর্ঘনি ধরে মাদকে ব্যবসা করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী, পাবনার এস আই খন্দকার নাজিম উদ্দীন এর নেতৃত্বে দিনব্যপী অভিযান চালিয়ে ১. মোঃ জিল্লুর রহমান (৩৫), পিতা- মৃত শাহ আলম, মাতা- মোছাঃ নূরজাহান খাতুন, গ্রাম-চৌবাড়িয়া, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা ২. মোঃ হৃদয় হোসেন (২৫), পিতা- মোঃ আনোয়ার হোসেন, মাতা- মোছাঃ সায়লা খাতুন, গ্রাম- উত্তর মেন্দা, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা। ৩. মোঃ রইচ উদ্দিন (৫০), পিতা- মৃত লইমুদ্দিন, মাতা- মৃত, লক্ষ্মি খাতুন, গ্রাম- সাহানগর, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা। ৪. মোঃ উজ্জল (৩০), পিতা- মোঃ কোরবান আলী, মাতা- মৃত, জাহানারা বেগম, গ্রাম-কালীবাড়ি, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনা। ৫. আব্দুল বারিক (৭০), পিতা- মৃত, ফজলুল হক, মাতা- মৃত, কমলা খাতুন, গ্রাম- শরৎত্নগর, থানা- ভাঙ্গুড়া, জেলা- পাবনাকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাছাঃ নাজমুন নাহার এর আদালতে হাজির করা হলে ৩ জনকে ২০১৮ সনের ৩৬ এর (৫) উপ-ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আসামীকে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০/-(তিনশত) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। একই আইনে দোষী সাবস্ত হওয়ায় অপর ০২ জনকে আসামীকে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৩০০/-(তিনশত) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
ঘটনার বিষয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরী, পাবনার এসআই খন্দকার নাজিম উদ্দীন জানান, অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন ধরণের মাদকদ্রব্য সহ হাতে নাতে আটক হরা হয়। আগামীতেও এমন অভিযান অব্যহত থাকবে।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছঃ নাজমুন নাহার বলেন, মাদকের বিষয়ে কোন ছাড় নয় , আগামীতে এমন অভিযান চলমান থাকবে।